E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯

২০২১ জুলাই ১৩ ১১:২৩:৫২
বাগেরহাটে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামণ। সোমবার নতুন করে ৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১০ জন। জেলায় করোনা সংক্রামণ হার এখন ৩০ দশমিক ৬৫ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৩১ জন, মোল্লাহাটে ২০ জন, ফকিরহাটে ১৪ জন, মোংলায় ১১ জন, শরণখোলায় ৮ জন, রামপালে ৭ জন, কচুয়ায় ৫ জন ও মোরেলগঞ্জে উপজেলায় ৩ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, সোমবার বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় সরকারী হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১০৩ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ৩০ দশমিক ৬৫ শতাংশ। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৬০ জন। করোনা থেকে মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬১ জন চিকিৎসাধীন রয়েছেন।

(এসএকে/এএস/জুলাই ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test