E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন ৩০০ মোটর সিএনজি শ্রমিক 

২০২১ জুলাই ১৪ ১৫:৫১:৩৮
কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন ৩০০ মোটর সিএনজি শ্রমিক 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রতি জনে ১০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা পেলেন ৩শ মোটরযান ও সিএনজি শ্রমিক। 

মঙ্গলবার বিকেলে তাদের হাতে এ সহায়তা তুলে দেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দকার, পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৫০ মোটর ও ১৫০ সিএনজি শ্রমজীবি মানুষের প্রত্যেককে ১০ কেজি চাল ও নগদ ১ হাজার করে টাকা দেয়া হয়েছে। এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়ে শ্রমিকরা খুব খুশি।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test