E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

২০২১ জুলাই ১৫ ১৫:৫৬:৩২
বকশিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী-শ্বশুর পলাতক রয়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ছয় টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনন্দেরচর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূ স্বপ্না বেগমের স্বামী মো. মিজান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। মিজান পেশায় একজন কৃষক। স্বপ্না ও মিজানের সংসারে কোনো সন্তান ছিল না।

স্বপ্না বেগম শেরপুর জেলার শ্রীবরদী থানার কাকিলাকুড়া ইউনিয়নের সাতিয়াডাঙ্গা গ্রামের সফল হকের কন্যা।

স্বপ্না বেগমের চাচা খুরশেদ হক মোবাইল ফোনে জানান, মিজানের সঙ্গে ৫ বছর আগে স্বপ্না বেগমের বিয়ে হয়। আজ ভোরে মিজান মোবাইল ফোনে স্বপ্নার মৃত্যুর খবর আমাকে জানান। আমরা সবাই স্বপ্নার শ্বশুরবাড়িতে গিয়ে স্বপ্নার মরদেহ বাড়ির উঠোনে দেখতে পাই। স্বপ্নার গলায় আঘাতের চিহ্ন দেখে আমরা পুলিশকে খবর দেই।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় ফোলা-জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে মরদেহটি।

ওসি আরো জানান, ঘটনার পর ওই গৃহবধূর স্বামী-শ্বশুর পলাতক রয়েছেন। ঘটনাস্থলে গৃহবধূর শাশুড়ি মনিলা বেগমকে পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। তবে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আরআর/এসপি/জুলাই ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test