E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

২০২১ জুলাই ১৫ ১৭:২৪:১০
গাজীপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে কমিটির সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের বিগত ১ বছরের আয়-ব্যয়সহ উন্নয়নের সকল কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া আগামী প্রেসক্লাব নির্বাচন, তফসিল ঘোষণা ও সদস্য অন্তর্ভূক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় নতুন সাধারন সদস্য ও সহযোগী সদস্যদের অন্তভূক্তির বিষয়ে একমত পোষন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক এনামুল হক, সিনিয়র সহসভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্ন সম্পাদক মো. মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মাসুূুদুল হক, রহুল আমিন সজীব, নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম, সংগষ্ঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, সিনিয়র সাংবাদিক ফজলুল হক মোড়ল, দপ্তর সম্পাদক আবিদ হোসেন বুলবুল, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন বাবুল ও নির্বাহী সদস্য এম এ ফরিদসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত সকল সদস্যকে ব্যাগসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়। মনোনয়ন পত্র ও ভোটার তালিকা বিতরন ২৫জুলাই রবিবার, মনোনয়ন পত্র গ্রহন ও বাছাই ২৬ জুলাই মঙ্গলবার, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৮ জুলাই সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এবং আগামী ৫ আগস্ট বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভায় জানান সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাহিম সরকার।

(এস/এসপি/জুলাই ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test