E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে জয় বাংলা নাগরিক কমিটির পথ চলা শুরু 

২০২১ জুলাই ১৬ ১৪:৩৪:৪২
নারায়ণগঞ্জে জয় বাংলা নাগরিক কমিটির পথ চলা শুরু 

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জে ‘জয় বাংলা নাগরিক কমিটি’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) শহরের গাবতলী এলাকায় হুমায়ুন কবিরের সভাপতিত্বে “জয় বাংলা নাগরিক কমিটি”র কেন্দ্রীয় কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

সংগঠনের সমন্বয়ক নীলিমা তন্ময় জানিয়েছেন, বৃহস্পতিবার ১০১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে এক হাজার এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। কিন্তু বর্তমান কমিটিতে রাখা হয়নি কোনও আহ্বায়ক ও সদস্য সচিবের পদ ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সারাদেশ যখন শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখন মেয়র আইভী দায়িত্বশীল পর্যায়ে থেকে পিছিয়ে পড়া এক চরিত্র।’

জয় বাংলা নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের আগামী সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য আগ্রহী প্রার্থী রাজনীতিক কামরুল ইসলাম বাবু।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ও মৌলবাদী গোষ্ঠী সতর্ক হয়ে যান, নারায়ণগঞ্জের মাটিতে আপনাদের একটি সভাও করতে দেবো না। কারণ, আপনারা জনস্বার্থে রাজনীতি করতে জানেন না।’

অনুষ্ঠানে ছয় জন যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়। তারা হলেন সাংবাদিক এম এস ইসলাম আরজু, কবি মিতা প্রধান, শিক্ষক মোস্তাক আহমেদ, সাবেক ক্রিকেটার ও কোচ তপু সাহা, শিক্ষক সেলিনা সুলতানা শিউলি ও মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিনিধি খাজা মামুন মিয়া।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test