E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে খবর দেখে অসহায় বৃদ্ধার পাশে ইউএনও ও ইউপি চেয়ারম্যান

২০২১ জুলাই ১৬ ১৫:০০:১৭
ফেসবুকে খবর দেখে অসহায় বৃদ্ধার পাশে ইউএনও ও ইউপি চেয়ারম্যান

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর দেখে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। 

জানা গেছে, গত ১২ জুলাই সোমবার বাংলা ৭১ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলামের কাছে তথ্য আসে উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী বেগম বেওয়া (৭০) অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে দেখার মত কেউ নেই। তৎক্ষনাৎ সাংবাদিক রবিউল ইসলাম সরেজমিনে গিয়ে বৃদ্ধার খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে জধনরঁষ ওংষধস নামে তার ফেসবুক আইডিতে খবর প্রকাশ করেন। উক্ত খবরটি নজরে আসে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু সরেজমিনে গিয়ে অসহায় অসুস্থ বৃদ্ধা বেগম বেওয়ার শারীরিক খোঁজখবর নিয়ে তার হাতে নগদ ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা তুলে দেন।

এসময় হোসেনপুর ইউপি’র ৩নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, উপজেলা পরিষদের অফিস সহায়ক খোকন প্রধান, সমাজসেবক শাহীন শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃদ্ধা বেগম বেওয়া নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে তাদের জন্য মহান আল্লাহপাকের দরবারে দোয়া প্রার্থনা করেন।# (ছবি সংযুক্ত)

(আর/এসপি/জুলাই ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test