E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের অনুদান বিতরণ

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৬:১২:২০
হবিগঞ্জে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের অনুদান বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন থেকে দুঃস্থ ও অসহায় শিক্ষার্থী, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনকে অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে ২০৮ জনের মাঝে ৪ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মধাব রায়। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী আব্দুল কাদির কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দি চৌধুরী, ডা. মো. জমির আলী, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মধাব রায় আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের তহবিল বাড়ানোর জন্য গুরুত্ব দেন। তিনি যারা অনুদান গ্রহণ করেছে তাদেরকে সুনাগরিক হয়ে একদিন অনুদান বিতরণের যোগ্যতা অর্জনের আহবান জানান।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test