E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভুল তথ্য প্রচার করে প্রধানমন্ত্রীর উপহারকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান 

২০২১ জুলাই ১৬ ১৮:৪৩:১৬
ভুল তথ্য প্রচার করে প্রধানমন্ত্রীর উপহারকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘যারা অসত্য তথ্য উপস্থাপন করে জনগনকে ভুল বার্তা দিয়ে আমাদের হয়রানি করেছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আর যেনো অসত্য তথ্য উপস্থাপন না করেন। মিডিয়ার ভাইদের বলছি, আপনারা সঠিক ও সত্য তথ্য প্রচার করবেন, সরেজমিন পরিদর্শন করে যা দেখবেন তাই লিখবেন।’ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নওদাবশ গ্রামে তৈরী আশ্রয়ন প্রকল্প-২ পরিদর্শনকালে কুড়িগ্রাম জেলাপ্রশাসক রেজাউল করিম উপস্থিত সাংবাদিক উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘নান্দনিক ও সুসজ্জিত ধরলা আশ্রয়ন প্রকল্প-২ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই উদ্বোধন করেন। নির্মিত আশ্রয়ন প্রকল্পের জমি সংক্রান্ত মামলার সমাধান করে প্রকৃত ভূমিহীন পরিবারকে জমিসহ সুসজ্জিত বাড়ি উপহার দেয়া হয়েছে। ধরলার পাড়ে অসংখ্য ভুমিহীন পরিবার থাকলেও এবার ৯০টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। তালিকা অনুযায়ী সব ভুমিহীন পরিবারকে আগামীতে ঘর দেয়া হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরেজমিনে তদন্ত না করে দু'একটা মিডিয়ায় অসত্য তথ্য দিয়ে তা প্রচার করছে। যারা পরিকল্পনা করে অপপ্রচার করছে তারা প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগকে কলুষিত করছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ধরলা আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ ও হস্তাান্তরে কোন অনিয়ম হয়নি।’

কুড়িগ্রামের পাঁচগাছিতে আশ্রয়ন প্রকল্প-২ এর ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলে বৃহস্পতিবার (১৫ জুলাই) কুড়িগ্রাম জেলাপ্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সরেজমিন পরিদর্শন করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে কোন অনিয়মের তথ্য পাননি বলে জানা গেছে।

এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি শেখ রিয়াজুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আ,ন ম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন চিনু, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/জুলাই ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test