E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘করোনা এখন ঈদের ছুটিতে’

২০২১ জুলাই ১৭ ১৬:০০:৩০
‘করোনা এখন ঈদের ছুটিতে’

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা বুলি দিয়ে করোনা রুখতে চায়। একবার লকডাউন তো আরেকবার শাটডাউন, করোনা এখন ঈদের ছুটিতে গেছে। করোনা আছে শিক্ষা প্রতিষ্ঠানে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় নোয়াখালী সুবর্ণচরে করোনায় আক্রান্ত অসহায়দের জন্য অক্সিজেন সরবরাহ, ভ্রাম্যমান স্বাস্ব্যসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

শনিবার বেলা ১১ টায় চরআমান উল্যাহ ইউনিয়নের জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অক্সিজেন সরবরাহ, ভ্রাম্যমান স্বাস্ব্যসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা বিএনপিও অংঙ্গ সংগঠন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও চরআমান উল্যাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্যাহ বাবুল এর সঞ্চালনায় বৃক্ষরোপণ ও ভ্রাম্যমান স্বাস্ব্যসেবা কেন্দ্রের উদ্ধোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) সাবেক সংসদসদস্য মোঃ শাহজাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সারওয়ার উদ্দিন দিদার, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, সাধারন সম্পাদক নুরুল হুদা, স্বেচ্চাসেবক দল এর যুগ্নআহবায়ক এনায়েতুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ছাত্রদল আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহান।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদসদস্য মোঃ শাহজাহান বলেন, “আওয়ামি লীগ ফাঁকা বু্লি দিয়ে করোনা রুখতে চায়। একবার লকডাউন তো আরেকবার শাটডাউন, করোনা এখন ঈদের ছুটিতে গেছে। করোনা আছে শিক্ষা প্রতিষ্ঠানে। আওয়ামি লীগ সরকারের বার বার ভুল সিদ্ধান্তের খেসারত এখন সাধারন মানুষ দিচ্ছে।” পরে অতিথিরা সুবিধাবঞ্চিতদের মাঝে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন।

পরে ভ্রাম্যমান স্বাস্ব্য সেবা পরিচালনার জন্য ৬জন বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি এবং ১৭ জন বিশিষ্ট পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে রয়েছেন উপদেষ্টা এডভোকেট জাকারিয়া, এনায়েত উল্যাহ বাবুল, নুরনবী চৌধুরী, সারওয়ার উদ্দিন দিদার, কামাল উদ্দিন মেম্বার এবং বশির আহমেদ। পরিচালনা কমিটিতে রয়েছেন, আজগর উদ্দিন দুখু, বেলাল হোসেন সুমন, নুরুল হুদা, মহি উদ্দিন মাহিন, রিয়াজ উদ্দিন শাকিল, এনাম হোসেন মঞ্জু, আব্দুল্যাহ, আজিজ, এনায়েতুল ইসলাম, সাহাব উদ্দিন অনিক, নুর হোসেন বাবু, আলী আহসান মোঃ তারেক, মামুন হোসেন রোহান, নুরুল আলম শামীম, শুকান্ত দেবনাথ, তানভির আহমেদ অলক, মোঃ রাশেদ প্রমূখ।।

(এস/এসপি/জুলাই ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test