E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে জমে ওঠেনি কোরবানির হাট, বেড়েছে পশুর দাম

২০২১ জুলাই ১৭ ১৮:৫৮:৪৬
ঝালকাঠিতে জমে ওঠেনি কোরবানির হাট, বেড়েছে পশুর দাম

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মহামারী করেনায় স্বাস্থ্যবিধি মেনেই অধিকাংশ কোরবানির পশুর হাট বসেছে। করোনার প্রভাবে অনেক লোক যারা প্রতি বছর কোরবারী দিয়ে আসছে আর্থিক সমস্যায় এ বছর কোরবানী দিতে পারছেন না। শনিবার পর্যন্ত পশু বেচা কেনার হাট জমে উঠেনি।

বিক্রেতারা বলছেন, রবি সোমবার থেকে মুলত হাট জমতে শুরু করবে। আর মুলত ঈদের ২/১ দিন পূর্বেই হাটে উপচে পড়া ভীড় থাকবে। শনিবার বিকেলে শহরের একমাত্র পশু বিক্রীর হাটে গিয়ে দেখা গেছে কিছু সংখ্যক গরু আসতে শুরু করেছে। স্থানীয় পশুর সংখ্যা কম হওয়ায় চিতলমারী থেকে আসা গরুর সংখ্যাই বেশী। দামও বেশী পাবেন বলে জানিয়েছেন পাইকাররা। চাহিদার তুলনায় গরুর সংখ্যা কম না, চাহিদা অনুযায়ী গরু হাটে নিয়ে আসা হবে বলে পাইকাররা জানান।

অপর দিকে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এ বছর ১০ শতাংশ দাম বেশী রয়েছে। গরুর হাটে ইসলামী ব্যাংক থেকে জাল টাকা ধরার মেশিন বসানো হয়েছে। পুলিশ, আনসার সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। র‌্যাব সদস্যরা হাটে হাটে টহল দিচ্ছে।

চিতলমারি থেকে ঝালকাঠির বিকনা গরুর হাটে আসা পাইকার মাহবুব শেখ জানান, তিনি প্রথম ১৩টি গরু এনেছেন। আরও বেশ কিছু গরু পথে রয়েছে। চাহিদা বাড়লে গরুর সংখ্যাও বাড়বে। করোনার মধ্যে স্থানীয় গরুর সংখ্যা কম থাকায় এ বছর গরুর দাম ভাল পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

বিকনা গরুর হাটের ইজারাদারের প্রতিনিধি আব্দুল হাই বলেন, গরু বিক্রেতা ও ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। ২.৫ শতাংশ টাকা খাজনা নেওয়া হয়।

ঝালকাঠি সদর উপজেলা প্রানী সম্পদ দপ্তরের ভেটেরেনারী সার্জন ডা. মো. সরোয়ার হাসান বলেন, জেলার প্রতিটি হাটে তাদের টীম রয়েছে। কোন পশুর কোন সমস্যা হলেই তাদের চিকিৎসা দেওয়া হবে।

(এস/এসপি/জুলাই ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test