E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতি পূরণের অর্থ অন্যকে দেয়ার পায়তারা

২০২১ জুলাই ১৮ ১৬:০৭:৪২
টাঙ্গাইলে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতি পূরণের অর্থ অন্যকে দেয়ার পায়তারা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের সেতু নির্মাণের নিমিত্তে অধিগ্রহনকৃত ভূমিতে বসবাসরত নজরুল ইসলাম ও তার ভাইদের বাড়ীঘর উচ্ছেদ করা সত্বেও তাদের ঘরবাড়ীর ক্ষতিপূরণ না দিয়ে প্রভাবশালী মহলের যোগসাজসে যাদের ওইখানে কোন বাড়ীঘর ছিল না তাদের নামে ক্ষতিপূরণ দেওয়ার পায়তারা করছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নরসিংহপুর গ্রামের আজাহার আলী ছেলে নজরুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয় এল. এ শাখায় একটি আবেদন করেছেন।

জানা যায়, দীর্ঘদিন আগে যমুনা ভাঙনের কারণে থাকার কোন জায়গা জমি না থাকায় সদর উপজেলার নরসিংহপুর গ্রামের আজাহার আলী ও তার ছেলে ফরজ, ফরমান আলী, আবুবকর, বিল্লাল, নজরুল নরসিংহপুর মৌজার এস এ ১৭৯২ দাগের বাড়ী শ্রেণির ১৭ শতাংশ জমি মেয়াদী হিসেবে নিয়ে ওই ভূমির উপর বাড়ীঘর নির্মাণ করে বসবাস শুরু করে। সম্প্রতি ওই ভূমিতে সেতু নির্মাণের টেন্ডার হলে সরকার ওই ভূমি অধিগ্রহন করে এবং ভূমির মালিককে ভূমির মূল্য পরিশোধ করে।

নিয়মানুসারে ওই বাড়ীঘরের মালিক আজাহার আলী ও তার সন্তানেরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার কথা। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহলের কুট-কৌশলে নজরুল ও তার ভাইদের নির্মিত বাসস্থানের ক্ষতিপূরণের টাকাও ভূমির মালিক আবুল হোসেন ও আবুল মানজন এর উত্তরাধিকারীদের দেওয়ার পায়তারা করছেন। এ ব্যাপারে আবেদনকারী নজরুল ইসলাম জানান, তারা খুবই নিরীহ, দিনমজুর। ভূমি মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের প্রাপ্য ক্ষতিপূরণের টাকা প্রশাসনকে ম্যানেজ করে কৌশলে হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা জানান, যমুনার ভাঙনের কবলে পড়ে প্রতিবছরই কিছু মানুষের বাড়ীঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারণে চরাঞ্চলের মানুষ অন্যের জায়গা ভাড়া নিয়ে ঘরবাড়ী তুলে বসবাস করে থাকে। আজাহার আলী ও তার সন্তানেরা দীর্ঘদিন যাবৎ আবুল হোসেন ও আবুল মানজনের জমি ভাড়া নিয়ে ঘরবাড়ী তুলে বসবাস করছিল।

(আরকেপি/এসপি/জুলাই ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test