E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরের অন্যতম বিনোদন কেন্দ্র ধলার মোড়

২০২১ জুলাই ২২ ১৫:০৮:৫৫
ফরিদপুরের অন্যতম বিনোদন কেন্দ্র ধলার মোড়

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে অন্যতম বিনোদন কেন্দ্র ধলার মোড়। যে কোন অনুষ্ঠানে বা সাপ্তাহিক ছুটি থাকলে ফরিদপুরবাসী অনেকটা সময় পার করেন এই স্থানে।

একেবারে পবিত্র ঈদুল আজহায় হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ধলার মোড়।

একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য যে-কোনো লোককে আকর্ষণ করে। তাছাড়া নদীতে ভ্রমণের জন্য বেশকিছু নৌকা এখানে সব সময় পাওয়া যায় যাতে স্থানীয় লোকজন ছাড়াও আগত দর্শনার্থীরা নৌকা ভ্রমন করে সৌন্দর্য উপভোগ করতে পারেন ‌‌। আর তাই এই স্থানটি অনেকের কাছে বিনোদনের আকাঙ্ক্ষিত একটা স্থান বলে পরিগণিত হচ্ছে।

শহর থেকে একটু বাইরে বলে শহরবাসীর নজর থাকে নির্মল আনন্দ বিনোদনের দিকে। যেহেতু শহরের এই মুহূর্তে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। তাছাড়া লকডাউন এর কারণেে শিশু পার্ক, সিনেমা হল, কিংবা নাটকের মতো সামাজিক অনুষ্ঠান গুলো বন্ধ । সেখানে নির্মল আনন্দ বিনোদন পেতে শহরের মানুষের একমাত্র ভরসা ধলার মোড়।

এদিকে মানুষের চলাচলের কারণে স্থানটা মোটামুটি জাঁকজমক হয়ে উঠেছে। একই দিকে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবার কারণে অনেককেই রাত পর্যন্ত বসে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়।

সৌন্দর্য আরো বৃদ্ধি পায় পূর্ণিমা রাতে।এদিকে ধলার মোড় কে কেন্দ্র করে এখানে একটা ছোটখাটো বাজারের ও সমাগম হয়েছে কয়েক বছর যাবত।

এখানে আগত লোকজনের সুবিধার্তে রয়েছে বেশ কয়েকটা ছোটখাট হোটেল। তবে সে হোটেল গুলির রান্নাবারার মান ও মোটামুটি ভালো বলে জানিয়েছেন ক্রেতারা।

করনা পরিস্থিতি ভালো হলে এবং লকডাউন কেটে গেলে এখানে একটা অন্যতম পিকনিক স্পট হবে বলে সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেন।

(ডিসি/এসপি/জুলাই ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test