E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০২১ জুলাই ২২ ১৮:৪৯:১১
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পরিবহনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও মোটর সাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সাতক্ষীরার পাটকেলঘাটার মজুমদার ফিলিং স্টেশনের সামনে ও শ্যামনগরের গোলাঘাটা নামক স্থানে বুধবার রাত ৮টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটকেলঘাটা থানার খলিষখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও খলিষখালি গ্রামের সুভাষ কর্মকার (৮০) ও শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে ও শিমু রেজা এমপি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শেখ সৈকত হোসেন (১৯)।

বেসরকারি সংস্থা স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত জানান, তার মেসোমহায়শয় খলিষখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর পাটকেলঘাটা বল ফিল্ডের পাশে থেকে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতেন। বৃহষ্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে তৈলকুপি গ্রামে পড়াতে যাওয়ার জন্য মজুমদরি ফিলিং স্টেশনের পাশ দিয়ে সাতক্ষীরা -চুকনগর সড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামি রোজিনা পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক জিয়ারত আলী জানান, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে পাটকেলঘাটা শ্মশানে সুভাষ কর্মকারের লাশ সৎকার করা হয়েছে।

অপরদিকে প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে অন্য একটি মোটর সাইকেলকে ওভারটেক করার সময় বুধবার রাত ৮টার দিকে রাস্তার পাশে পড়ে যায় সৈকত। এতে সে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(আরকে/এসপি/জুলাই ২২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test