E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

২০২১ জুলাই ২৩ ১১:১৪:৩৩
বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে লকডাউনের প্রধম দিনে ট্রাক সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৬ জন পান বরজ শ্রমিক নিহত হয়েছেন। এসময়ে গুরুত্র আহত ইজিবাইক চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোংলা- মাওয়া জাতীয় মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার সময় ইজিবাইকটি লকপুর বাজার থেকে পান বরজ শ্রমিকদের নিয়ে ফকিরহাট দিকে যাচ্ছিল আর খালি ট্রাকটি নওয়াপাড়ার দিকে আসছিল। নিহতরা সবাই বাগেরহাট জেলার বাসিন্ধ। নিহত ৬ জন পান বরজ শ্রমিকদের মধ্যে ৪ জনের নাম জানাগেছে। তারা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা গ্রামের উৎপল রাহা (৪১), নয়ন দত্ত (২৫), রামপাল উপজেলার চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫০) ও বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের নজরুল ইসলাস শেখ (৫০)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গুরুতর আহত ইজিবাইক চালক রামপাল উপজেলার বিরি-চাকশ্রী গ্রামের নূর মোহম্মদের অবস্থা আশংকাজন বলে জানিয়েছে চিকিৎসকরা।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম জানান, ইজিবাইকের যাত্রীরা শুক্রবার সকালে লকপুর বাজার থেকে পান বরজে কাজ করতে ফকিরহাটে যাওয়ার পথে মোংলা- মাওয়া জাতীয় মহাসড়কের উপজেলার বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে ট্রাক সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৬ জন পান বরজ শ্রমিক নিহত হয়। এসময়ে আহত ইজবাইক চালককে উদ্দার করে র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক ওসমান গনিকে আটক করেছে পুলিশ। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লঘুনাথপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশর অফিসার মো. শাহজাহান সিরাজ জানান, মোংলা- মাওয়া জাতীয় মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার অভিযার শুরু করে। পবে কাটাখালী ও মোল্লাহাট হাইওয়ে ও ফকিরহাট পুলিশ উদ্ধার অভিযোনে যোগ দেয়। এসময়ে ঘটনাস্থল থেকে ইজিবাইকের ৬ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময়ে ইজিবাইকের চালককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইকসহ মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এসএকে/এএস/জুলাই ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test