E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদ-উল-আযহায় লকডাউনে খুশি

২০২১ জুলাই ২৩ ১৭:১৭:৩৩
ঈদ-উল-আযহায় লকডাউনে খুশি

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : সরকারের পূর্বঘোষিত ঈদ-উল-আয্হা পরবর্তী ২৩ তারিখ হতে ৫ই আগষ্ট ২০২১ পর্যন্ত লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে। শুক্রবার ভোর থেকে টঙ্গীর সবকটি প্রবেশমূখে চেকপোস্ট দেখা যায়। ঢাকা থেকে টঙ্গীতে প্রবেশের পথে আব্দুল্লাহপুরে বসানো হয়েছে  পুলিশ চেকপোস্ট। টঙ্গীতে প্রবেশের অপরমূখ কামারপাড়া। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নেতৃত্বে কামারপাড়ায় বসানো হয়েছে চেকপোস্ট। চৌরাস্তা, বাইপাস মোড়েও চেকপোস্ট বসানো হয়েছে। টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানাকে সার্বক্ষণিক টহল দিতে দেখা যাচ্ছে। যাত্রাবাড়ী থেকে চৌরাস্তা পর্যন্ত বাইপাস সড়ক ফাঁকা। কালীগঞ্জ থেকে টঙ্গী ঢুকতে মিরেরবাজার পয়েন্ট দিয়ে কোনো গাড়ি যাতে টঙ্গীতে ঢুকতে না পারে সেজন্য টঙ্গী পূর্ব থানা বিভিন্ন পয়েন্টে কাজ করছে। ফলশ্রুতিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় ফাঁকা বলা চলে।

স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা হলে তারা জানায়, এবারের লকডাউনকে খুশি তারা। কারন হিসেবে তারা বলছে, যেহেতু আগামী ৫ই আগষ্ট পর্যন্ত সকল কলকারখানা বন্ধ সেহেতু কোরবানির ঈদে স্বপরিবারে গরুর মাংস খেয়ে আরামে কাটাতে সুযোগ পেয়েছি। পাশাপাশি মেহমানদারীর চাপ কম থাকার ফলে একটু বিশ্রামও পাওয়া যাবে। কলকারখানা খোলা অথচ গণপরিবহন বন্ধ রেখে বিগত লকডাউনগুলো ছিলো মরার উপর খরার ঘাঁয়ের মতন।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট লকডাউনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, বেসরকারি চাকুরিজীবি, শিক্ষার্থী, সাধারণ শ্রমিকসহ সবাই ক্ষতিগ্রস্থ। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার জন্য যেনো যেতে না হয় অনেকেই এমন দোয়া করেন।

(জে/এসপি/জুলাই ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test