E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০২১ জুলাই ২৩ ১৭:৩৫:০১
গৌরীপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৩ জুলাই) উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে মেছিডেঙ্গি গ্রাম থেকে এ মাদক উদ্ধার ও একজনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত।

উদ্ধারকৃত মাদকসহ ওই দিন দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আবু সাঈদ (৩০)। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আঃ গণির পুত্র। এ সময় তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আবু সাঈদ জানান, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম শিবলু (৩৫)। তার বাড়ি ময়মনসিংহের আকুয়ার ভাঙাপুল এলাকায়। তিনি আরো জানান, দুর্গাপুর বাজার থেকে এসব মাদক কিনে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সকালে ভ্রাম্যমান আদালত চলাকালীন মেছিডেঙ্গী গ্রামে দুইজন মোটর সাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয়। এসময় তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছন থেকে ধাওয়া দিলে আবু সাঈদ মোটর সাইকেল থেকে পরে যায়। এসময় তার সাথে থাকা ব্যাগটি রাস্তায় ফেলে দৌড় দেয়। ব্যাগ খুলে দেখা যায় ভিতরে ফেনসিডিলের বোতল। পরে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দৌড়ে আবু সাঈদকে আটক করে। ব্যাগে ১শ বোতল ফেনসিডিল, একটি এন্ড্রয়েড ও একটি সাধারণ মোবাইল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন গৌরীপুর থানার এস.আই শামছুল হক ও কনস্টেবল আনোয়ার হোসেন।

(এসআই/এসপি/জুলাই ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test