E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরকীয়ায় বাধা : স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

২০২১ জুলাই ২৩ ১৭:৪১:৩২
পরকীয়ায় বাধা : স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ আমিনাকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতানের (৩৫) বিরুদ্ধে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে।

সরেজমিনে জানা যায়, প্রায় ১৪ বছর আগে কালিহাতী উপজেলার পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে সুলতানের সাথে ঘাটাইল উপজেলার বগাজান গ্রামের আমজাদ আলীর মেয়ে আমিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান নিয়ে সুখেই চলছিল তাদের সংসার। সম্প্রতি সুলতান পরকিয়া প্রেমে আসক্ত হওয়ায় প্রতিনিয়ত তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মাঝে মধ্যেই সুলতান তার স্ত্রী আমিনাকে মারপিট করত।

নিহত আমিনার ভাই সাদিকুল ও মা সুফিয়া বেগম জানান, বেশ কিছুদিন যাবত সুলতানের সাথে এক নারীর পরকিয়া চলছিল। এতে বিভিন্ন সময় আমিনা বাঁধা দেয়। এ কারণে প্রায়ই স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে সুলতান ও আমিনার সাথে কলহের এক পর্যায়ে বেধরক মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুলতান ও তার স্বজনরা আমিনাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। স্থানীয় চেয়ারম্যান ঘটনাটিকে ভিন্ন পথে পরিচালনা করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা পুলিশের নিকট অভিযোগ করলেও ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ জানান, সুলতান ও আমিনার মধ্যে রাতে ঝগড়া হয়। এক পর্যায়ে আমিনা রাগের বসবর্তী হয়ে আত্মহত্যা করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরকেপি/এসপি/জুলাই ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test