E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে চুরি যাওয়া মুর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

২০২১ জুলাই ২৪ ১৩:০৬:৩২
আশাশুনিতে চুরি যাওয়া মুর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে চুরি হওয়ার ঠাকুরের দুটি মুর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় মন্দির চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলার সমাজকল্যাণ বিষায়ক সম্পাদক তারক ব্যানার্জী, ধর্ম বিষায়ক সম্পাদক মাখন লাল ব্যানার্জী, কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী, সাংগঠনিক কার্তিক ব্যানার্জী, অর্থ সম্পাদক প্রভাকর ব্যানার্জী, সদস্য তন্ময় ব্যানার্জী, বাবু ব্যানার্জী, সুজয় চক্রবর্তী, তরুণ ব্যানার্জী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা চুরির গত দুই সপ্তাহ অতিবাহিত হলেও কোন মোটিভ উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে মুর্তি দুটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

(আরকে/এএস/জুলাই ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test