E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে লকডাউন অমান্য করায় ৪৪ জনকে জরিমানা

২০২১ জুলাই ২৪ ১৬:২২:২৮
রাণীনগরে লকডাউন অমান্য করায় ৪৪ জনকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ৪৪ জনকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এবং সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো জানান, চলমান লকডাউনের সরকারি বিধি নিষেধ অমান্য করে অনেকেই রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন। এ সময় তিনি ও সহকারী কমিশনার (ভূমি) সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারনে বাহিরে ঘোরা-ফেরা করার অপরাধে মোট ৪৪ জনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

(এসকেপি/এসপি/জুলাই ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test