E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দপুর থানার ওসিকে লাঞ্ছিত, ব্যবসায়ী দুই ভাইকে কারাগারে প্রেরণ 

২০২১ জুলাই ২৪ ১৯:১৮:৫০
সৈয়দপুর থানার ওসিকে লাঞ্ছিত, ব্যবসায়ী দুই ভাইকে কারাগারে প্রেরণ 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে ব্যবসায়ী দুই ভাইয়ের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত । 

শনিবার বিকেলে নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সহদেব চন্দ্র রায় এই আদেশ দেন ।
অভিযুক্তরা হলেন, সৈয়দপুরের বিউটি সাইকেল স্টোরের স্বত্ত্বাধিকারী আলতাফ হোসেনের দুই ব্যবসায়ী ছেলে আতিফ হোসেন ও আতিক হোসেন ।

সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কের সিএসডি মোড়ে দ্রুত গতিতে গাড়ী চালাচ্ছিলেন আতিফ হোসেন । বিধি-নিষেধের মধ্যে এভাবে গাড়ী চালানোয় কর্তব্যরত পুলিশ সদস্যরা তার গতিরোধ করেন ।

বিধি-নিষেধ অমান্য করার অভিযোগে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আতিফ হোসেনকে ১০০০ টাকা জরিমানা করা হয় । এই আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলম । জরিমানা পরিশোধ না করেই আতিফ হোসেন ক্ষিপ্ত হয়ে গাড়ি নিয়ে চলে যান । প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে পুলিশ শহরের বিসিক শিল্প নগরী এলাকায় আতিফ হোসেনের গতিরোধ করেন ।

এসময় গাড়ী থেকে নেমে আতিফ হোসেন ও তার ভাই আতিক হোসেন কর্তব্যরত পুলিশ পরিদর্শক আতাউর রহমানের ওপর চড়াও হয় । এ সময় দুই ভাই মিলে কর্তব্যরত পুলিশ সদস্যের গায়ে হাত তোলার অভিযোগ আছে । দুই ভাই মিলে ওই পুলিশ সদস্যকে পিটিয়ে শরীরের পোষাক ছিঁড়ে ফেলে । এই ঘটনায় শুক্রবার রাতে সৈয়দপুর পুলিশের এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে আতিফ হোসেন ও আতিক হোসেনের নামে মামলা দায়ের করেন ।

(কে/এসপি/জুলাই ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test