E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে করোনায় একদিনে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬৬

২০২১ জুলাই ২৫ ১৬:৪৬:০০
বরিশালে করোনায় একদিনে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬৬

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ৭৬৬ জনের করোনা শনাক্ত। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ রোগী। যাদের মধ্যে পাঁচ জন পজিটিভ ছিলেন।

একই সময়ে উপসর্গ নিয়ে ৬০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। এদের মধ্যে ৩৩ জন করোনা পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩৩০ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শনিবার রাতের সবশেষ রিপোর্টে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ৯৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। শনাক্তের হার ৬২.৩৩ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল ৫ হাজার ৯৮২ জন। এদের মধ্যে এক হাজার ৮০৭ জন ছিলেন করোনা পজিটিভ। এ সময়ের মধ্যে ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৬৫২ জন। যার মধ্যে করোনা পজিটিভ ছিল এক হাজার ৪শ ১জন। ১ হাজার ১জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২শ ৭৭ জন।

(টিবি/এসপি/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test