E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বরদাস্ত করা হবে না’ 

২০২১ জুলাই ২৫ ১৭:০৯:৫৩
‘স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বরদাস্ত করা হবে না’ 

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান করোনা মহামারীতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদানে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবেনা। 

রবিবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির জুম এ্যাপ এর মাধ্যমে অনুষ্ঠিত ৬ষ্ঠ মাসিক সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তবে কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জুম এ্যাপের মাধ্যমে সভায় অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, ডাঃ বিপ্লব কুমার ভৌমিক প্রমুখ।

সভায় খাদ্যমন্ত্রী এই করোনা মহামারীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামীতে আরো দূর্দিন আসতে পারে। সেজন্য সবাইকে আরো গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাকে হাসপাতালের ব্যবস্থা বিষয়ের দিকে কঠোর নজরদারী রাখতে হবে। কোন অনিয়ম যেন না হয়। মানুষ মানুষের জন্য, তাই মানুষকে সুস্থ্য রাখার জন্য, ভালো রাখার জন্য যা যা করণীয় তাই করতে হবে। সেবার মান যেন কোন ভাবেই নষ্ট না হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত মোট করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৯শ’ ৭৮ জনের, ফলাফল এসেছে ১ হাজার ৯শ’ ৯ জনের। ফলাফল পজেটিভ হয়েছে ৪শ’ ২৪ জনের, সুস্থ্য হয়েছে ৪শ’ ৩ জন, স্থানান্তর করা হয়েছে ৫৭ জনকে, মৃত্যুবরণ করেছেন ১৮ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ জন। বর্তমানে করোনা রোগী রয়েছে ৩ জন।

প্রথম ধাপে ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করে ৮ হাজার ৮শ’ ৭৫ জন। প্রথম ডোজ নেন ৭ হাজার ৭শ’ ৭৪ জন। দ্বিতীয় ডোজ নেন ৫ হাজার ৩শ’ ৭৭ জন। দ্বিতীয় ধাপে রেজিষ্ট্রেশন করেন ৪ হাজার ২শ’ ৪৫ জন। প্রথম ডোজ নেন ১ হাজার ১শ’ ৪৬ জন। নিয়াতপুর উপজেলা ছাড়াও একই সাথে জুম এ্যাপের মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি পোরশা ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভাতেও এ্যপের মাধ্যমে যোগদান করেন।

(বিএস/এসপি/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test