E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লকডাউনের তৃতীয় দিনে মৌলভীবাজারে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী

২০২১ জুলাই ২৫ ২০:০৮:৫৫
লকডাউনের তৃতীয় দিনে মৌলভীবাজারে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : পবিত্র ঈদুল আজহা পরবর্তী দেশব্যাপী করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গত শুক্রবার ভোর থেকে চালু হওয়া ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার মৌলভীবাজার সদরসহ জেলা জুড়ে লকডাউন বাস্তবায়নে বেশ তৎপর দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে।

রবিবার (২৫ জুলাই) সকাল থেকে মৌলভীবাজার শহরের প্রধান সড়কসহ সদর উপজেলার বিভিন্ন বাজার ও আঞ্চলিক সড়কে কঠোর লকডাউন বাস্তবায়নে টহল দিতে দেখা যায় সেনাবাহিনী, বি.জি.বি, র‌্যাব ও পুলিশসহ আইনসৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। তবে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে র‌্যাবের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এসব তৎপরতার কারনে বলা চলে রাস্তাগুলো ছিল প্রায় ফাঁকা। শহরমূখী পণ্যবাহী যানবাহন,রোগীবাহী এম্বুল্যান্স আর মাঝে মধ্যে দু একটি সিএনজি চালিত অটোরিকসা ছাড়া অন্যান্য যানবাহনের সংখ্যা সড়কে একদম নেই বললেই চলে।

এদিকে সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি মৌলভীবাজার সদর উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলা গুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসব অভিযানে এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বমোট ৮৪টি মামলায় ৪২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা অর্থদন্ড ও অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

(একে/এএস/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test