E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জোয়ারের পানিতে প্লাবিত বরিশালের নিন্মাঞ্চল

২০২১ জুলাই ২৫ ২০:২০:০৩
জোয়ারের পানিতে প্লাবিত বরিশালের নিন্মাঞ্চল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জোয়ারের পানিতে তলিয়ে গেছে বরিশালের নিন্মাঞ্চল। বিপদসামীর ওপর দিয়ে বইছে কীর্তনখোলাসহ নয়টি নদীর পানি। জোয়ারের পানি ঢুকে পরেছে বরিশাল নগরীতে। প্লাবিত হয়েছে নগরীর অপেক্ষাকৃত নিন্মাঞ্চল। ফলে দুর্ভোগে পরেছেন এসব এলাকার বাসিন্দারা।

নদীর পাড় উপচে জোয়ারের পানির সাথে ড্রেনের পানি যুক্ত হয়ে পানি ঢুকে পরেছে নগরীতে। শনিবার সকাল থেকে নদ-নদীর পানি বাড়তে শুরু করার পর ওইদিন সন্ধ্যার মধ্যে নগরীর রসুলপুর, ভাটিখানা, সাগরদী, ধানগবেষণা রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, স্টেডিয়াম কলোনি, সদর উপজেলার চরবাড়িয়া, লামছড়িসহ বিস্তীর্ণ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর নিন্মাঞ্চলের রাস্তা-ঘাট, অলিগলি পানিতে তলিয়ে গেছে।

পাউবো সূত্রে জানা গেছে, কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়া, সুরমা-মেঘনার মিলিত প্রবাহ, কচা, বিষখালী, বুড়িশ্বর-পায়রা নদীর মিলিত প্রবাহ এবং বরগুনায় বিষখালীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্ণিমার জোর কারণে বরিশাল অঞ্চলে নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়াসহ নয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর সহকারী প্রকৌশলী এআই জাবেদ বলেন, পূর্ণিমার জোর কারণে কীর্তনখোলাসহ এ অঞ্চলের নদ-নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। শনিবার সন্ধ্যায় কীর্তনখোলার পানি বিপৎসীমার ২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

(টিবি/এএস/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test