E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চোর চক্রের মূল হোতাদের নাম প্রকাশ

লাখে ২৫ হাজার টাকা কমিশন দিতে হয় মেস্বারকে : আটককৃত চোর

২০২১ জুলাই ২৫ ২২:১৮:০১
লাখে ২৫ হাজার টাকা কমিশন দিতে হয় মেস্বারকে : আটককৃত চোর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে হোন্ডা চুরির করার সময় বেলাল নামের স্থানীয় এক চোরকে গণপিটুনি দেয় উত্তজিত জনতা। গণধোলাই খেয়ে চোর চক্রের সাথে জড়িত মূলহোতা এবং নির্দেশন দাতার নাম বলে দেয় আটককৃত চোর ফেসবুক থেকে এক যুবক সেই ভিডিও লাইভ সম্প্রচার করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন নেটিজানরা।

চোরের বর্ণনা অনুযায়ী এই চক্রের মূলহোতা সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জসিম উদ্দিন রায়হান ৯নং ওয়ার্ডের আওয়ামি লীগ নেতা জামশেদ এবং হাসানের নাম উল্লেখ করে সকল বর্ণনা দেন আটককৃত চোর বেলাল। পরে চরজব্বার থানার পুলিশ বেলালকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি আজ ২৫ জুলাই (রবিবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের তোতার বাজারে ঘটে।

আটককৃত চোর বেলাল উদ্দিন (২২) চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের করিমের পুত্র।

অভিযুক্ত ইউপি সদস্য জসিম উদ্দিন উদ্দিন রায়হান একই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র তিনি দীর্ঘ ১০ বছর ধরে ৯নং ওয়ার্ডের মেম্বার।

ভিডিওতে আটককৃত চোর বেলাল বলেন, ২২ থেকে ৩০ জন তাদের এই চক্রের সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ করে সেলিম বাজারের হাসান এবং সকল চুরির প্রতি লাখে ২৫ হাজার টাকা নেন ইউপি সদস্য রায়হান এবং ২৫ হাজার টাকা নেন জামসেদ নেতা। ঘটনার সময় তার সাথে সেলিম বাজারের হাসান, রামগতির রুবেল ছিলো তারা দুজন দৌঁড়ে পালিয়ে যায়।

বেলাল আরো বলেন, সে চট্রগ্রাম থেকে এখানে এসেছে সুবর্নচরে ৩ টি হোন্ডা চুরির সাথে জড়িত তাদের কাছে ১০/১২ টি চোরাইকৃত হোন্ডা রয়েছে হোন্ডাগুলি রক্ষিত আছে তবে বাকি হোন্ডা গুলো চক্রের অন্য সদস্যরা বিভিন্ন স্থান থেকে নিয়ে এসেছে। হোন্ডাগুলি বর্তমানে

অভিযুক্ত ইউপি সদস্য জসিম উদ্দিন রায়হান বলেন, বেলাল আমাদের এলাকায় চুরির সাথে জড়িত কয়েকদিন আগে আমরা তাকে মারধর করি সে যে বলেছে সেটা মিথ্যা, আমি কোন চোর চক্রের সাথে জড়িত নই।

অভিযুক্ত জামসেদ নেতা বলেন, আমরা চোর ডাকাত পশ্রয় দেয়না, এসবের সাথে আমরা জড়িত নই।

চোরকে আটকের সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, আটককৃত বেলালের কাছ থেকে আমরা এখনো সঠিক কোন তথ্য পাইনি, তবে অভিযান অব্যাহত আছে জড়িতদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে গত ১৪ জুলাই চর মহিউদ্দিন গ্রামের সিএনজি চালক মাহমুদুল হককে পিটিয়ে আহত করেন রায়হান মেম্বার এ ঘটনায় মাহমুদুল বাদী হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মারধরের ঘটনাটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

(এস/এসপি/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test