E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে লকডাউনের তৃতীয় দিনে ৭৪ হাজার টাকা জরিমানা

২০২১ জুলাই ২৫ ২২:১৫:৪১
জামালপুরে লকডাউনের তৃতীয় দিনে ৭৪ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : কঠোর বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা, মাস্ক না পরা ও দোকান খোলা রাখায় জামালপুরে ৯৩ টি মামলায় ৭৪ হাজার ৩০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ জুলাই) কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে জেলার ৫ উপজেলায় ১৬ টি ভ্রাম্যমাণ আদালত ২০ টি অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া ভ্রাম্যমাণ আদালতের ৮ টি দল ৮ টি অভিযান পরিচালনা করেন। এতে ৩৬ টি মামলায় ৪৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেলান্দহ উপজেলায় বের হওয়া ২টি ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ১ হাজার ২ শত টাকা, দেওয়ানগঞ্জ উপজেলায় ১টি ভ্রাম্যমাণ আদালতে ৫ টি মামলায় ২ হাজার ৭ শত টাকা, মাদারগঞ্জ উপজেলায় ২টি ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ১ হাজার ৬ শত টাকা, সরিষাবাড়ী উপজেলায় ১টি ভ্রাম্যমাণ আদালতে ৬ টি মামলায় ২ হাজার ৮ শত টাকা, বকশীগঞ্জ উপজেলায় ২টি ভ্রাম্যমাণ আদালতে ৩৮ টি মামলায় ১৬ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, করোনা মহামারী রোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় দণ্ডবিধির ২৬৯ ধারায় এই জরিমানা করা হয়েছে।

(আরআর/এএস/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test