E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমার দুই হাত বেঁধে কুকুরের মত পেটালেন রায়হান মেম্বার’

২০২১ জুলাই ২৫ ২২:৪০:৪০
‘আমার দুই হাত বেঁধে কুকুরের মত পেটালেন রায়হান মেম্বার’

স্টাফ রিপোর্টার : ‘আমি অসুস্থ্য মানুষ, সিএনজি চালিয়ে দিন আনি দিন খাই, আমার দুই হাত বেঁধে কুকুরের মত পেটালেন রায়হান মেম্বার, মেরে আমার একটি হাত ভেঙ্গে দিছে’ ইউপি সদস্যের হাতে নির্মম নির্যাতনের ভয়ংকর বর্ণনা দিয়ে কেঁদে কেঁদে এভাবেই কথা গুলো বলছিলেন ভুক্তভোগি মাহমুদুল হক। এ ঘটনায় মাহমুদুল হক চরজব্বার থানায় লিখিত অভিযোগ করেন।

ঘটনাটি ঘটে ১৪ জুলাই (বুধবার) সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামে।

আহত দিনমজুর সিএনজি চালক মাহমুদুল হক (৪৫) একই গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।

ভুক্তভোগী মাহমুদুল হক অভিযোগ করে জানান, লকডাউনে সিএনজি চালাতে না পারায় দীর্ঘদিন আয় রোজগার বন্ধ এ নিয়ে তার স্ত্রীর সাথে বিগত কয়েকদিন ধরে ঝগড়া ঝাঁটি হয়, গত ১২ জুলাই তার স্ত্রী নাসিমা আক্তার (৩৫) পারিবারিক কলহের জের জেরে চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার রাহয়ান উদ্দিন জসিমের কাছে মৌখিক অভিযোগ করেন তারই, তারই সূত্র ধরে গতকাল ১৪ জুলাইবুধবার বিকেল ৩ টায় চরমহিউদ্দিন গ্রামের ব্যারাকের পাশে হাফেজের দোকান, সংলগ্ন কেশব বাবুর দোকানে ইউপি সদস্য রায়হান তাকে ডেকে নেয় কিছু বুঝে ওঠার আগেই ইউপি সদস্যের লোকজনকে হুকুম দিয়ে তার দু'হাত বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং তার বাম হাত ভেঙ্গে দেয় বলে অভিযোগ করেন, মাহমুদুল হকের পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন বিদ্ধমান।

তিনি আরো বলেন, ‘আমি অসুস্থ্য মানুষ, সিএনজি চালিয়ে দিন আনি দিন খাই, আমাকে দুই হাত বেঁধে কুকুরের মত পেটালেন রায়হান মেম্বার, মেরে আমার একটি হাত ভেঙ্গে দিছে" আমি অপরাধ করলে আইন আছে, আদালত আছে তিনি আমাকে এভাবে পেটানোর অধিকার তাকে কে দিয়েছে, তিনি এরকম অনেক অন্যায় করছেন এলাকায় তার
ভয়ে কেউ মুখ খুলেনা, আমি থানাসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।’

অভিযুক্ত জসিম উদ্দিন রায়হান মেম্বারের সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি মারধরের ঘটনা অকপটে স্বীকার করে বলেন, মাহমুদুল হক কে আমি পিটিয়েছি সে তার স্ত্রীকে মারধর করতো, সে যদি অভিযোগ করে আপনারা যা করার করবেন।"

এ বিষয়ে জানতে কেশব বাবুকে মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

(এস/এসপি/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test