E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোবাইলে গেম খেলা নিয়ে মাগুরায় কিশোর খুন

২০২১ জুলাই ২৮ ১২:৪৫:৩২
মোবাইলে গেম খেলা নিয়ে মাগুরায় কিশোর খুন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বেরইল পলিতা গ্রামে ইমেইল একাউন্ট হ্যাক করে গেম খেলায় সজিব নামে এক কিশোরের ছুরিকাঘাতে গোলাম রসূল (১৫) নামে তারই এক বন্ধু খুন হয়েছে। নিহত গোলাম রসূল আলহাজ্ব কাজী আবদুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের উত্তর পাড়ার রওনক কাজীর ছেলে গোলাম রসূল তারই বন্ধু একই গ্রামের দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের ছেলে সজিবের ইমেইল একাউন্ট ব্যবহার করে নিজের মোবাইলে গেম খেলতো। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ৮টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সজিব কাছে থাকা ছুরি দিয়ে গোলাম রসূলের বুকে আঘাত করলে গোলাম রসূল গুরুতর জখম হয়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ‘বিষয়টি নিয়ে আমরা মাঠে নেমেছি। কী কারণে ছেলেটি খুন হলো তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল কবীর জানান, হাসপাতালে আনার আগেই গোলাম রসুলের মৃত্যু হয়। বুকের মাঝে ধারালো কিছু দিয়ে আঘাত করায় প্রচুর রক্তক্ষরণে ছেলেটি মারা গেছে।

(এমএল/এএস/জুলাই ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test