E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনসেবা প্রদান কাজের স্বীকৃতি পেলেন কাপাসিয়ার ৩ কর্মকর্তা

২০২১ জুলাই ২৯ ১৩:১৯:০২
জনসেবা প্রদান কাজের স্বীকৃতি পেলেন কাপাসিয়ার ৩ কর্মকর্তা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি দিতে ‘জনপ্রশাসন পদক-২০২০ এর পদক পেয়েছেন গাজীপুরের কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো.আবদুস সালাম সরকার ও কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম। গতকাল সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা পদকগ্রহন করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে (ভার্চুয়ালি)উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার প্রদান করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

জনপ্রশাসনে কর্মরত কর্মচারীদের সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে জাতীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদক দেওয়া হয়েছে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে কাজের প্রতি উৎসাহী করতে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর জেলার ০৫জন কর্মকর্তাকে জাতীয় পর্যায়ে সাধারণ (দলগত) ক্যাটাগরিতে জন প্রশাসন পদক ২০২০ এর জন্য মনোনীত করা হয়েছে।

পদক প্রাপ্ত কাপাসিয়া উপজেলার তিন কর্মকর্তা মোসাঃ ইসমত আরা তিনি ৩০তম বিসিএস এর একজন অফিসার। তিনি ২০১৮ সালের ১৮ অক্টোবর কাপাসিয়ায় ১ম নারী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করন। ডা.মো.আবদুস সালাম সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা। তিনি ২১তম বিসিএস কর্মকর্তা। ২অক্টোবর ২০১৬ থেকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন । জাতীয় ভাবে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে এর মধ্যে ২০১৯ সালে প্রথম স্থান এবং জাতীয় ভাবে সারাদেশের মধ্যে ২০১৯ সালে জরুরি স্বাস্থ্য সেবায় প্রথম স্থান অর্জন করেছে। কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম কর্তৃক উদ্ভাবিত "মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল" কার্যক্রমের জন্য এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়েছে। মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল" বাস্তবায়ন করার লক্ষে স্থানীয় এমপি সিমিন হোসেন রিমির পরিকল্পনা, দিক নির্দেশনায় গর্ভবতি মাদের চিকিৎসা, রক্ত সংগ্রহ ও রক্তদাতা সংগ্রহ করার জন্য ১১টি ইউনিয়নের স্থানীয় কর্মী নিয়োগ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা জানান, আমাদের এই সাফল্যের মূলে রয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সিমিন হোসেন রিমি মহোদয়। মাননীয় এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় ও প্রচেষ্টায় আমরা মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া গড়তে পেরেছি।

(এসকেডি/এএস/জুলাই ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test