E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন চালু

২০২১ আগস্ট ০১ ১৫:৪১:৩৯
ঈশ্বরদীতে ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন চালু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প চালু করা হয়েছে। রবিবার (১ আগষ্ট) পোষ্টঅফিস মোড়ে ছাত্রলীগ কার্যালয়ে এই রেজিষ্ট্রেশন ক্যাম্প উদ্বোধন করা হয়।

সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন দাস। এসময় পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লবসহ ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।

এসময় রাকিবুল হাসান রনি বলেন, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র সাকিবুর রহমান শরীফ কনকের নেতৃত্বে ‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেব ‘ কার্যক্রমে ছাত্রলীগ কাজ করছে। সামর্থ্যহীন করোনা রোগীদের বাড়িতে ফ্রি অক্সিজেন ও চিকিৎসা পৌঁছে দেয়া হচ্ছে।

এরআগে রাত ১২.০১ মিনিটে শোকাবহ আগষ্ট মাসকে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

(এসকেকে/এসপি/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test