E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটির পদ বঞ্চিতদের বিক্ষোভ

২০২১ আগস্ট ০১ ১৫:৫৩:৪০
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটির পদ বঞ্চিতদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা ছাত্রীগের নতুন কমিটি ঘোষণার পর শহরে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে কাঙ্খিত পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা।

শনিবার দিবাগত ১২টার পর শহরের চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তারা। পরে রাত ১টার দিকে পুলিশ এসে বিক্ষুদ্ধ ছাত্র নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।

এর আগে শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির ১২ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সঞ্জয় কুমার, আখতারুজ্জামান, ফেরদৌস টফি, মিথুন, শাহাজালাল জনি, জি এম সুফি নিয়াজী, আসাদ, শিপন, সৃজন গুহ, তানভীর আলী তুহিন, তাসফিরুল রহমান ও সোহেল রানা।

৬ জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- সাদিউল হাবীব সাদি, মাহবুব হোসেন,অনুপ দত্ত, সাব্বির ইসলাম, এনএ নিউমুন ও আরাফাত হোসেন বাপ্পী।

৯ জন সাংগাঠনিক সম্পাদক- সৈয়দ আলী নোমান, মিল্টন খন্দকার, সাব্বির, ঋতু, মাহাবুব হাসান মেহেদি, বদিউজ্জামান বাবলু, অমৃত মোদক, আসাদুজ্জোহা বাঁধন ও ফয়সাল সাদেক শোভন।

এর আগে এ বছরের ১৭ জুন ছাত্রলীগের নির্বাহী সংসদ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। একইসঙ্গে পদ প্রত্যাশীদের সাত কার্যদিবসের মধ্যে সিভিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা বলেন।

কহরে ছাত্রতো ও সমর্থকদের বিক্ষোভের বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর তাদের সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

(আই/এসপি/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test