E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় কঠোর অবস্থানে প্রশাসন 

১০ দিনে ৭৫ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা

২০২১ আগস্ট ০১ ১৫:৫৫:৪৩
১০ দিনে ৭৫ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনে ফরিদপুরের সালথায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউনের মোট ১০ দিনে ৭৫জনকে ৪৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

এসময় সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিজিবি’র সুবেদার মোঃ মীর মানিক হোসেনসহ থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউনের মধ্যে অকারণে বাড়ির বাইরে বের হওয়ায় রবিবার দুইজনকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গত ২৩ জুলাই থেকে ৩১ জুলাই শনিবার পর্যন্ত লকডউনের ১০ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৩জনকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান ৫ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

(এন/এসপি/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test