E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

মদনের ইউএনও বুলবুল আহমেদ সস্ত্রীক করোনায় আক্রান্ত

২০২১ আগস্ট ০১ ১৭:০৮:১২
মদনের ইউএনও বুলবুল আহমেদ সস্ত্রীক করোনায় আক্রান্ত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : টিকা নেওয়ার পরও নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, স্ত্রী মেহেনা ফেরদৌস, বোন ও কাজের বুয়াসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেয়ায় তাদের করোনা পজিটিভ আসে।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: হাসানুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে ইউএনও বুলবুল আহমেদসহ পরিবারের অন্য সদস্যদের শরীরে অসুস্থতা দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। টেস্ট রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার স্ত্রী,ছোট বোন ও কাজের বুয়ার করোনা পজিটিভ হয়ছে।

এ ব্যাপারে ইউএনও বুলবুল আহমেদ মোবাইল ফোনে বলেন, তিনিসহ তার পরিবারের সকলেই বাসায় আইসোলেশনে আছেন। দুই বাচ্চা এখনো সুস্থ আছে। তিনি সকলের কাছ থেকে দোয়া চেয়েছেন।

(এম/এসপি/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৫ সেপ্টেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test