E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনাকালীন সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন ইউএনও

২০২১ আগস্ট ০১ ২২:৫৪:৩৭
করোনাকালীন সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন ইউএনও

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলচিপায় করোনাকালীন সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। রবিবার (১ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের মাঝে এ প্রণোদনা দেয়া হয়।

করোনাকালীন দেশের বিভিন্ন সেক্টরের মতো সরকার সাংবাদিকদেরও প্রণোদনা প্রদান করে। উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রণোদনা চেয়ে লিখিত আবেদন করেন। উপজেলায় কর্মরত সাংবাদিকরা দিবারাত্র জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডসহ জাতীয় দূর্যোগ মূহুর্তে উপজেলার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় উপজেলা প্রশাসন তাদের পাশে দাড়ান। করোনা মহামারীর কারনে সরকার ২১ জুলাই থেকে কঠোর লকডাউনও ঘোষণা করে।

এ সময়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ঝুঁকি নিয়ে সাংবাদিকরাও দায়িত্ব পালন করেন। গলাচিপা উপজেলার জাতীয় দৈনিকে কর্মরত একাধিক সাংবাদিকরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মাঠেঘাটে দায়িত্ব পালন করেন। মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনায় সাংবাদিকদের মূখ্য ভূমিকা ছিল। তাই সরকার বিভিন্ন সেক্টরের মতো সাংবাদিকদের মধ্যেও প্রণোদনা প্রদান করে। সরকারের পক্ষ থেকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার সাংবাদিকদের প্রণোদনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, আমরা করোনাকালীন সময়ে এ্যাডভোকেট, মুহুরী ও সাংবাদিকদের মাঝে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

(এসডি/এএস/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test