E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাম পরিবর্তন করে আত্মগোপন 

৩ বছর পর দিনাজপুর সিআইডির জালে ধরা সুশান্ত বর্মন 

২০২১ আগস্ট ০৪ ১৮:৩১:১৮
৩ বছর পর দিনাজপুর সিআইডির জালে ধরা সুশান্ত বর্মন 

শাহ আলম শাহী, দিনাজপুর : সুশান্ত বর্মন থেকে মোঃ ইব্রাহিম। নাম পরিবর্তন। এরপরও সিআইডি'র জালে ধরা খেলো। নিখোঁজের ৩ বছর পর ভারতীয় এক নাগরিককে ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করলো দিনাজপুর সিআইডি পুলিশ।

উদ্ধারকৃত ওই যুবকের নাম সুশান্ত বর্মন। সুশান্ত বর্মন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার শ্রীরামপুর গ্রামের মৃত অমল বর্মণের ছেলে।

দিনাজপুর সিআইডি’র বিশেষ পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, এসআই সাইদার রহমানের নেতৃত্বে আজ বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা আশুলিয়ার উত্তর চারাবাগ থেকে সুশান্তকে উদ্ধার করা হয়।

২০১৮ সালের জুলাই মাসের ২৮ তারিখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ীস্থ ভিকটিমের ফুপুর বাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় সুশান্ত। পরে সুশান্তর মা মিনা বর্মন আদালতে একটি অপহরণ অভিযোগ দাখিল করেন।

সুশান্ত বর্মন দীর্ঘদিন ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় পরিচয় গোপন রেখে ইব্রাহিম নাম করণ করে চাকুরি করতেন বলে সিআইডি’র এই কর্মকর্তা জানান। তবে তিনি কি কারণে সুশান্ত আত্মগোপনে ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

(এস/এসপি/আগস্ট ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test