E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন পালন

২০২১ আগস্ট ০৫ ১৮:০৫:১৬
মেহেরপুরে শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন পালন

এস এ সাদিক, মেহেরপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী উপস্থিত থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

মুজিবনগর মেহেরপুর মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কেদারগঞ্জ বাজারের উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (সাবেক) সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ামম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান (নান্নু) সম্পাদক আব্দুরর রহমান (বল্টু), বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের (সাবেক) সাধারণ সম্পাদক ও কেদারগন্জ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মুংলা, সম্পাদক বাবুল মল্লিক, ইউপি সদস্য আনারুল ইসলাম, শংকর বিশ্বাসসহ উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগে নেতা কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতির জনকের পরিবারের মাগফিরাত ও শান্তিরকামনা করে দোয়া করা হয় এবং কেক কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পারন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন।

এরপর মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেমের নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন বিশ্বাসের নেতুত্বে উপজেলা আওয়ামীলীগ, সুশিল সমাজ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সরকারী বেসরকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।শ্রদ্ধাঞ্জলী শেষে জাতির জনকের পরিবারের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের দিন ব্যাপি আয়োজনের মধ্য বাদ জোহর মসজিদে মসজিদে কোরান খতম ও দোয়া মাহফিল অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, উপজেলা যুব উন্নয়ন কর্তৃক গাছের চারা বিতরণ ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

গাংনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, বিশেষ অতিথী ছিলেন সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌরমেয়র আহম্মেদ আলী, সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলম। বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করেন ।

এসময় সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ শফি কামাল পলাশ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/আগস্ট ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test