E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলিল লেখকদের নতুন ভবন নির্মাণের দাবি

নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রারের হঠকারিতায় শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

২০২১ আগস্ট ০৮ ১৮:৪৮:২৪
নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রারের হঠকারিতায় শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গণে দলিল লেখক ও সেবা গ্রহণকারীদের জন্য বসার স্থান এবং আর্থিক জন নিরাপত্তার প্রয়োজনে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকরা। এ ব্যাপারে ডিসি ও জেলা রেজিষ্ট্রারের নিকট লিখিতভাবে আবেদন করা হলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে কঠোর আন্দোলনের হুমকী দিয়েছে দলিল লেখকরা।

ঘটনার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অস্থায়ীভাবে টিনশেড ঘর নির্মাণ করে দলিল লিখকরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম দীর্ঘদিন যাবৎ অব্যাহত রেখেছিল। কিন্তু সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ টিনশেড ঘরটি ভেঙ্গে ফেলায় চরম দূর্ভোগে পড়ে দলিল লিখকসহ সেবা গ্রহণকারী জনসাধারণ। বর্তমানে দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার ও জেলা প্রশাসকের নিকট লিখিত ভাবে একটি নতুন ভবন নির্মাণের দাবী জানিয়ে আশু সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। কিন্তু জেলা রেজিষ্ট্রার এর হঠকারীতায় নতুন ভবন নির্মাণে বাঁধাগ্রস্থ হচ্ছে বলে জানা যায়। যার ফলে সরকার রেজিষ্ট্রার অফিস থেকে শত কোটি টাকার অধিক রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। অথচ নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধনের সময় আইনমন্ত্রী আনিসুল হক এমপি স্থানীয় দলিল লিখকদের বসার ব্যবস্থাসহ জনসাধারণের আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরত্বের সাথে দেখে নতুন একটি ভবন নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার সেই আশ^াস আদৌ বাস্তবায়িত হয়নি।

আরও জানা যায়, নিবন্ধন মেন্যুয়াল (দ্বিতীয় খন্ড) ২০১৪ সালের ২ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনে বলা হয় এক্সভিআইএফ ১৯০৮ এর সেকশন ৮০ জি এ প্রদত্ত ক্ষমতা বলে ইন্সেপেক্টর জেনারেল কর্তৃক প্রস্তুতকৃত বিধিমালায় সরকার কর্তৃক অনুমোদনক্রমে ৭নং কলামে সনদপ্রাপ্ত দলিল লিখকগণের দলিল লিখার কার্য্য সম্পাদন করার জন্য সাধারণ অধিকার সমূহে বর্ণিত কার্যালয়ের সীমানার মধ্যে বসতে পারবে এবং তাদের অনুমতি দেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে দলিল লেখকদের কোন বসার স্থান নেই এবং সেবা গ্রহীতা জনসাধারণের আর্থিক লেনদেন নিরাপত্তার বিষয়টিও হুমকীর মুখে।

জেলা রেজিষ্ট্রারকে বিষয়টি বারংবার অবগত করলেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছে না। যার দরুন দলিল লেখকরা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের আঙ্গিনায় আরেকটি নতুন ভবন নির্মাণের দাবী জানিয়ে কঠোর আন্দোলনের হুমকী দিয়েছে। আগামী ১১ আগষ্ট মানববন্ধন করাসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট দলিল লেখকরা। তবে এই ঘটনায় নারায়ণগঞ্জের স্থানীয় জাতীয় সংসদ সদস্যগণ সহ জেলা প্রশাসন বিষয়টি গুরত্বের সহিত দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে অভিজ্ঞ মহল আশাবাদী।

(এস/এসপি/আগস্ট ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test