E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকাশিত খবরের প্রতিবাদ

২০২১ আগস্ট ১০ ১৭:৫৩:৫৯
প্রকাশিত খবরের প্রতিবাদ

গত ৯ আগষ্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনিক শ্যামবাজার পত্রিকায় " এমপির মায়ের নামে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করে নিয়োগ বাণিজ্য" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রতিবেদনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন কতৃক লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।আমরা সভাপতি মহোদয়ের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করি নাই। বিদ্যালয়টি এলাকাবাসী ও শিক্ষকদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির ক্ষতি ও সুনাম ক্ষুন্ন করার জন্য একটা স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো এ ধরনের প্রতিবেদন যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে করবেন।ওই সকল সংবাদে প্রকাশে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

মো. লিটন হোসেন (প্রধান শিক্ষক)
মো.মাহাবুর রহমান (সহ: প্রধান শিক্ষক)
মো. সোহেল রানা ( সহকারী শিক্ষক)
মোছা. শারমিন আক্তার ( সহকারী শিক্ষক)
মোছা. ইভানা (সহকারী শিক্ষক)
মোছা.যমুনা খাতুন(সহকারী শিক্ষক)
ইভানা পারভীন ( অফিস সহকারী)

জহুরা বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়
গ্রাম: যাত্রাপুর, ডাকঘর: খড়িখালী, নলডাঙ্গা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

(একে/এসপি/আগস্ট ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test