E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে ষড়যন্ত্রমূলক মামলার আসামী হয়ে ফেরারী জীবন কাটাচ্ছে অসহায় শফিক

২০২১ আগস্ট ১৩ ১৬:০৫:৫৩
সোনারগাঁয়ে ষড়যন্ত্রমূলক মামলার আসামী হয়ে ফেরারী জীবন কাটাচ্ছে অসহায় শফিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি : একটি ষড়যন্ত্রমূলক মামলার আসামী হয়ে ফেরারী ভাবে দিন কাটাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচঁপুর এলাকার মৃত আঃ আউয়ালের ছেলে অসহায় মোঃ শফিক(২৮)। এ ঘটনায় ভূক্তভোগী শফিকের ভাই মোঃ মতিউর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত দরখাস্ত করেছেন।দরখাস্তে তিনি উল্লেখ করেন, গত ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কেওঢালা এলাকার ৬০ বছর বয়সী মোঃ ইমানউদ্দিন নিখোঁজ হয়।

পরবর্তিতে ২ জানুয়ারি সোনারগাঁও থানাধিন কাচঁপুর পুরাতন বাজার এলাকায় একটি ড্রেন থেকে নিখোঁজ ইমানউদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় সোনারগাঁও থানা পুলিশ। এ ঘটনায় ২জানুয়ারি একটি অপমৃত্যু মামলা হয়।অপমৃত্যু মামলার দীর্ঘ ৬ মাস পর ১৩ জুলাই আবার নতুন করে মৃত ইমানউদ্দিনের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার নাম্বার ২১/২০৫। সেই মামলায় কাচঁপুর এলাকার মৃত আঃ আউয়ালের ছেলে অসহায় মোঃ শফিককে আসামী করা হয়।

কারণ জানতে চাইলে বাদী মমতাজ বেগম জানান,আমি ব্যাক্তিগতভাবে মামলায় উল্লেখিত অন্যান্য আসামীদের চিনি।কিন্তু শফিককে আমি চিনিনা।তার সাথে বা তার পরিবারের সাথে আমাদের কোন সত্রুতা বা সম্পর্ক ছিলোনা।যেহেতু আমার স্বামীর লাশ কাচঁপুর এলাকায় শফিকদের গোডাউনের কিছুটা দূরে ড্রেনে পাওয়া গেছে সেই কারণে তার বিরুদ্ধে মামলা দিয়েছি।তবে শফিক বা তার পরিবারের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।এদিকে হত্যা মামলা হওয়ার খবর পেয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নির্দোষ শফিক।

পরিবারের একমাত্র উপার্জনকারী শফিক ফেরারী থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে তার পরিবার।শফিকের পরিবারের দাবি এঘটনায় শফিক কোন ভাবেই জড়িত নন।সে সম্পূর্ণ নিদোর্ষ।

বাদীকে শফিকের পরিবারের লোক এবং সংবাদকর্মীরা তার বাড়িতে গিয়ে শফিককে কেনো বিনা কারণে আসামী দেয়া হলো জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শফিককে আমি বা আমার পরিবারের কেউ চিনিনা। তার সাথে আমাদের পরিবারের কোন শত্রুতা নেই।আমিও চাই কোন নির্দোষ ব্যক্তি যেনো জেল না খাটে। শফিক সম্পূর্ণ নির্দোষ। আমি চাই তাকে মুক্তি দেয়া হোক। বাদীর এই বক্তব্য সম্পূর্ণ ভিডিও ধারণ করা আছে।

এমতাবস্থায় একটি হয়রানি মুলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপুরিদর্শক (আইজিপি) মহোদয়ের সহযোগিতা কামনা করছেন ভূক্তভোগী অসহায় শফিকের পরিবার।

(এমএ/এএস/আগস্ট ১৩, ২০২১)



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test