E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির মানববন্ধন 

২০২১ আগস্ট ১৪ ১৭:৫৩:১৮
নারায়ণগঞ্জে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির মানববন্ধন 

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার আয়োজনে বাংলাদেশ - ভারত মৈত্রী অটুট থাকুক। পাকিস্তানের মদদে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মৌলবাদ, উগ্রবাদী শক্তি ধ্বংস হউক, নিপাত যাক। এবং ১৯৭১ এর গণহত্যার বিষয়ে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। 

শনিবার (১৪ আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি।

মানববন্ধনে সমাপনী বক্তা তার বক্তব্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধে গিয়েছি ও দেশ স্বাধীন করেছি। বাংলাদেশকে স্বাধীন করার জন্য বন্ধু ও প্রতিবেশী দেশ ভারত আমাদের সাহায্য করেছে। তাই বন্ধু রাষ্ট্র ভারতের সাথে আমাদের সু- সম্পর্ক রাখা দরকার।

উক্ত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, আহবায়ক বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা নাসিম উদ্দিন বাহারের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন আহবায়ক মহানগর তাঁতী লীগ নারায়ণগঞ্জ শাহেদ চৌধুরী, সদস্য সচিব, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি নারায়ণগঞ্জ ডাঃ আতিকুজ্জামান সোহেল, যুগ্ম আহবায়ক বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাউদ্দিন, সদস্য সচিব বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি অধ্যাপক ফজলে আলী, সাবেক রাষ্ট্রদূত ও আহবায়ক সচেতন নাগরিক কমিটি বীর মুক্তিযোদ্ধা নিম চন্দ্র ভৌমিক প্রমুখ। এছাড়া নারায়ণগঞ্জের সর্বস্থরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহন করেন।

(এস/এসপি/আগস্ট ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test