E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

২০২১ আগস্ট ১৭ ১৭:৩৩:৪৩
রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : একটি দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না। এ কথাটি আমরা সবাই যানি। তারপরও প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় কেউ না কেউই মারা যাচ্ছে। কেউ আবার গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর এলাকায় জেলা পরিষদ থেকে ওয়াবদারপুল পর্যন্ত শাখা সড়কটি যেন এক আতংকের সড়ক বলছে স্থানীয় বাসিন্দারা ও এই সড়কে প্রতিনিয়ত চলাচল কারী যাত্রী সাধারন। এর মূল সমস্যার কারণ শুধুমাত্র একটি বিদ্যুতের খুঁটি। 

প্রায় অর্ধ যুগের বেশি সময় ধরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন এই শাখা সড়কের মাঝখানে দাড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। কিন্তু খুঁটিটি সরানোর কোনো পদক্ষেপই নিচ্ছে না সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই সড়কটি একাধিকবার সংস্কার ও প্রশস্তের কাজ করার পরেও বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝেখানেই রয়ে গেছে। এই খুটি ঘেঁষেই রীতিমত ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। তারা আরো জানান, ফকির এপ্যারলেস লিঃ এর নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কার করা সময় বিদ্যুৎতের খুঁটিটি রাস্তার মধ্যে পরে যায়।

পথচারীরা বলছেন, দিনের বেলা সূর্যের আলোতে তেমন কোনো সমস্যা না হলেও রাতের অন্ধকারে চলাচল করতে গেলে অনেক সময়ই র্দূঘটনার শিকার হোতে হয় আমাদের। খুঁটির দুই পাশ দিয়ে সবসময়ই রিকশা, সিএনজি, পণ্যবাহী ট্রাক ও পিকআপ চলাচল করে। এসময় খুটির সাথে ধাক্কা লেগে ছোট বড় যানবাহন গুলো ক্ষতির মুখে পরছে।

রিকশা চালক কাউসার বলেন, আমি বহু বছর এই রাস্তায় রিকশা চালাই। রাস্তাটি আগে সরু ছিল। আর সরু থাকা অবস্থায় বিদ্যুতের খুঁটি ছিল রাস্তার এক পাশে। তখন এই রাস্তাটিতে চলাচল করতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু রাস্তাটি যখন বড় করা হয় তখনিই বিদ্যুতের খুঁটি একেবারে রাস্তার মাঝখানে চলে আসে। এবং একটি রাস্তাকে দুইটি ভাগ করে দেয়। আর এই খুঁটিটি রাস্তার মাঝখানে থাকায় আমাদের প্রতিনিয়তই অনেক ঝুঁকি নিয়েই এই রাস্তায় চলাচল করতে হয়।

চোখের সামনে থাকা এই বৈদ্যুতিক খুঁটিটি সরাতে অর্ধ যুগের বেশি সময় পাড় হওয়ার পরেও কেন কোনো কতৃপক্ষ উদ্যোগ নিচ্ছেনা? সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে এমন প্রশ্ন করছেন জনসাধারণ।

স্থানীয় সরকার উন্নয়ন সংস্থার নিবার্হী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন বলেন, আমরা বিদ্যুৎ বিভাগ ও ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আলোচনা করে খুঁটিটি যত দ্রুত সম্ভব সরানোর ব্যবস্থা গ্রহন করবো।

ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, আমি এ বিষয়ে সংস্কারের সময় ঠিকাদারকে বলেছিলাম খুঁটিটি রাস্তার এক পাশে সরানোর ব্যবস্থা গ্রহন করতে। কিন্তু ডিপিডিসি কর্তৃপক্ষের বিভিন্ন অযুহাতে কোন উদ্যোগ নেয়া হয়নি। তাই আমি চেয়ারম্যান হিসেবে ও আমার ইউনিয়নের জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন জানাই বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই যেন খুঁটিটি দ্রুত সরিয়ে রাস্তার একপাশে স্থাপন করা হয়।

(এস/এসপি/আগস্ট ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test