E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা রোগী ও লাশের পাশে করোনাযোদ্ধা আনোয়ার হোসেন

২০২১ আগস্ট ২৪ ১৫:৪৮:২২
করোনা রোগী ও লাশের পাশে করোনাযোদ্ধা আনোয়ার হোসেন

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : আনোয়ার হোসেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। করোনার কারণে তার ব্যবসা লোকশানের মুখেপড়ে এখন বন্ধ। পুঁজি ভেঙে, ধার দেনা করে চলে তার সুখের সংসার। নিজের প্রিয় স্ত্রী আদরের পুত্র-কন্যাদের জীবন ঝুঁকিপূর্ণ জেনেও জীবনের মায়া ত্যাগ করে করোনা রোগিদের পাশে দাড়াঁন তিনি।

২০২০ সালে মার্চ-এপ্রিল মাসে করণা মহামারীর শুরু হলে করোনা রোগীর নাম শুনলে মানুষ যখন আতঙ্কগ্রস্ত হয়ে আপন পিতা-মাতার সামনে যেতে ভয় পেত বা পিতা-মাতা ও স্বজনদের সৎকারের জন্য কবরস্থানে যেতে ভয় পেত সেই কালো দিন উপেক্ষা করে করোনা রোগীর পাশে ছুটে গিয়েছে করোনা যুদ্ধা আনোয়ার হোসেন আনু।

দেশব্যাপী আলোচিত টিম খোরশেদের দাফন সৎকার টিমের অন্যতম নির্ভরযোগ্য, সক্রিয় সদস্য আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, টিম খোরশেদের করোনায় মৃত তৃতীয় ব্যক্তির দাফন থেকে আমি কাজ করছি ও যতদিন এই মহামারী থাকবে আমি কাজ করে যাবো।

এছাড়াও আমি ব্যক্তিগতভাবে করোনা পজিটিভ মৃতদেহ সৎকার ও দাফনে অংশগ্রহণ করেছি।তার মধ্যে পোস্তগোলা শ্বাশানে চারটি দাহতে অংশগ্রহণ করেছি। নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি জায়গায় করোনা পজিটিভ মৃতদেহ গোসল ও দাফনে অংশগ্রহণ করেছি। এছাড়া সহযোগিতা করেছি টিম খোরশেদের প্লাজমা টিমে ও অক্সিজেন টিমে। বর্তমানে করোনার প্রকোপ বাড়ায় আল্লাহর উপর ভরসা করে তাকে রাজি খুশির জন্য খানপুর ৩০০শয্যা হসপিটালে দিনের বেশির ভাগ সময় করোনা পজিটিভ রোগীর দেখাশোনা করছি।

টিম খোরশেদ এর পক্ষ থেকে খানপুর হাসপাতালে করোনা ইউনিটে এবং অনেক বাসাবাড়িতেও করোনা পজিটিভ রোগীদের বাসা থেকে এনে হাসপাতালে ভর্তি করা, দেখাশোনা করা সহ রোগীর মনোবল বাড়ানোর জন্য নানান কাজে সহযোগিতা করছি। এরইমধ্যে টিম খোরশেদ এর তত্ত্বাবধানে বেশ কয়েকজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমি যতদিন বেঁচে আছি এবং সুস্থ আছি ততদিন টিম খোরশেদের হয়ে মানবসেবা করে যাব।

এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, আমি করোনা রোগীদের সুস্থ হওয়ার পরও তাদের বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেই। তাদের বোঝানোর চেষ্টা করি আপনার কিছুই হয়নি। দীর্ঘদিন করোনা রোগীদের চিকিৎসার সাথে জড়িত থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি করোনা আক্রান্ত রোগীরা ভয় পেয়ে যান ভীত হয়ে যান।
তাদের মনোবল বাড়াতে প্রয়োজন নিকটজনদের স্নেহ মায়া মমতা ভালবাসা। লাখ টাকার ঔষধ থেকেও করোনা রোগীর জন্য এটা জরুরি।

আনোয়ার বলেন, আমার জীবনের ঝুঁকি আছে আমার পরিবারের সদস্যরাও ঝুঁকির মুখে পড়তে পারে এটা জেনেও আমি প্রতিদিন করোনা পজিটিভ রোগীদের খোঁজখবর নিতে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালস্থ কোভিড ইউনিট এ ছুটে যাই ছুটে যাই, করণা পজিটিভ রোগীর বাসায়। যেখানে অক্সিজেন প্রয়োজন সেখানে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। করোনা হসপিটালে সকলের প্রিয় নাম আনোয়ার হোসেন অনু।

(এস/এসপি/আগস্ট ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test