E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গণঅভ্যুত্থানের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না’

২০২১ আগস্ট ২৪ ১৮:৩১:০১
‘গণঅভ্যুত্থানের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না’

এমডি অভি, নারায়ণগঞ্জ : যারা মানুষের বিপদে থাকে না তাদের বাংলায় রাজনীতি করার কোন অধিকার নেই। গনঅভ্যুত্থানের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণধিকৃত দল দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয়। বিএনপি আজকে গণধিকৃত দল। আপনাদের নেত্রীবৃন্দের পায়ের তলায় মাটি নেই। তারা দুর্নীতিতে নিমজ্জিত। বিরোধী দলে থেকে পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেছেন। হাওয়া ভবন করে ওই তারেক জিয়ারা হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে। বাংলাদেশে গণঅভ্যুত্থান করবেন?

তিনি মঙ্গলবার দুপুরে আড়াইহাজার উপজেলা প্রশানের উদ্যেগে আয়োজিত পৌরসভার কোভিড ১৯ এ কর্মহীন, ক্ষতিগ্রস্থ, দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি । উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

মন্ত্রী আরো বলেন গণঅভ্যুত্থান হয়েছিল ৬৯ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে। পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষ তার সাথে ছিল। গনঅভ্যুত্থান হয়েছিল ৯০ এ এবং ১৫ ফেব্রুয়ারী প্রহসনের নির্বাচনের পরে শেখ হাসিনার নেতৃত্বে। গণঅভ্যুত্থান করতে সংগঠনের শক্তি লাগে মানুষের ভালবাসা লাগে জনগনের সম্পৃক্ততা লাগে। আপনাদের নেত্রী খালেদা জিয়া জেলে একদিন একটা বড় মিছিলও করতে পারলেন না। আপনারা গণঅভ্যুত্থানের ভয় দেখান? মীর্জা ফখরুল সাহেবকে উদ্দেশ্যে করে বলেন আওয়ামীলীগের শেকড় অনেক গভীরে। আওয়ামীলীগকে কেউ ইচ্ছে করলেই ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। পরে তিনি উপজেলা শিক্ষক সমিতির শোক সভায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ও/এসপি/আগস্ট ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test