E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘চায়না দোয়ারী বিষ ফোড়াঁয় পরিণত হয়েছে’

২০২১ আগস্ট ২৮ ১৮:১৬:৩৪
‘চায়না দোয়ারী বিষ ফোড়াঁয় পরিণত হয়েছে’

দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ফরিদপুর সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর কর্মসূচির মধ্যে রয়েছে সাংবাদিকদের সাথে মতবিনিময়, উদ্বোধনী, আলোচনা।

শনিবার বেলা ১২টায় শহরের হাড়োকান্দি জেলা মৎস্য অধিদপ্তর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের মৎস্য উন্নয়নে নানা কর্মসূচি ও প্রকল্প বিবিধ তুলে ধরে জেলা মৎস্য কর্মককর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৭ই জুলাই একটি প্রকল্পের অনুষ্ঠানে বলেছেন মাছ হবে এদেশের দ্বিতীয় প্রাধন বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। বর্তমান সরকার সেই লক্ষ বাস্তবায়নে কাজ করছে। সাংবাদিকদের নানা প্রশ্নে উঠে আসে বর্তমান সময়ে চীনের তৈরী দোয়ারী পেতে মাছ শিকারে দেশীয় মাছ ও প্রজননে ব্যাপক ক্ষতির বিষয়টি।

মৎস্য কর্মকর্তা স্বীকার করে বলেন, চায়না দোয়ারী বিষ ফোড়াঁয় পরিণত হয়েছে। আইন করে এই জাল বন্ধ করা প্রয়োজন। প্রথম আলোর সাংবাদিক পান্না বালার পুকুর ও জলাসয় ধীরে ধীরে কমে আসছে তা রক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগ ও ভূমিকার কথা জানতে চাওয়া হলে তারা বলেন পুকুর খাল ভরাটের প্রবণতা কমেছে সরকার এ বিষয়ে আইন করেছে তবে শহরের যে ভাবে জমি দখল ও খাল জলা ভরাট ও দখল হচ্ছে সেক্ষেত্রে এখনই বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। দেশীয় মাছের প্রজননগত সনাতন প্রথায় মাছ বৃদ্ধি ও দেশীয় মানুষের চাহিদা পূরণ করে এদেশের মাছ এখন বিদেশেও রপ্তানী হচ্ছে এটা ভাল খবর।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাংবাদিক পান্না বালা, বিজয় পোদ্দার, মফিজুর রহমান শিপন, হাসানুজ্জামান, সঞ্জিব দাস, হারুন আনসারি, সুজিদ দাস, কে.এম রুবেলসহ বিভিন্ন কর্মরত সাংবাদিক।

(ডিসি/এসপি/আগস্ট ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test