E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় বিট পুলিশিংয়ের মাদক-সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

২০২১ আগস্ট ২৮ ১৮:৪৫:৪৭
সালথায় বিট পুলিশিংয়ের মাদক-সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় বিট পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা পর্যালোচনা, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকাল ৪ টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাবু বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করে সালথা থানা পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, এএসপি নগরকান্দা সার্কেল মোঃ সুমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লভদি ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সংঘর্ষ-মারামারী, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে কোন আপোষ নয়। এসব অপকর্মের সাথে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(এন/এসপি/আগস্ট ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test