E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর চিনিকলে আখ রোপন মৌসুম উদ্বোধন

২০২১ সেপ্টেম্বর ০১ ১৬:৩৬:৩০
ফরিদপুর চিনিকলে আখ রোপন মৌসুম উদ্বোধন

মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ রোপন মৌসুম উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় আখ রোপন মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান(ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির।

এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সদস্য শরিফুল ইসলাম, উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মেহেদি হাসান, ইক্ষু উন্নয়ন সহকারী মনিরুজ্জামান, অনিমেষ দাস, মাসুদ আলী মৃধা, আখচাষী নেতা মজিবুর রহমান, আলম মোল্যাসহ আখচাষীরা উপস্থিত ছিলেন।

মিলসগেটস সাবজোনের ১ নং ইউনিটের আলম মোল্যা, ৯ নং ইউনিটের দাউদ মোল্যা, বিশিষ্ট আখচাষী মোতালেব ফকির, ৬ নং ইউনিটের মো. শাহিন মিয়া, ১৩ নং ইউনিটের আব্দুল হাই বাশি মিয়ার জমিসহ রোপা পদ্ধতিতে (এসটিপি) ৭২টি ইউনিটে আখ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।

চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, চলতি রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একযোগে উদ্বোধন করা হলো।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান(ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির বলেন, সরকার চিনিশিল্পকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ফরিদপুর চিনিকল একটি জাতীয় সম্পদ। এটিকে রক্ষা করতে বেশি করে আখ রোপন করতে হবে। সারও অন্যান্য উপকরণ খুব দ্রুত চাষীদেরকে সরবরাহ করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা জানান, ফরিদপুর চিনিকল একটি সম্ভবনাময় প্রতিষ্ঠান। এটিকে টিকিয়ে রাখতে প্রধান কাঁচামাল আখ রোপন বাড়াতে হবে। সে লক্ষ্যে আমার কাজ করছি।

শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু জানান, চিনিকল বন্ধের আতংকে গত বছর চাষীরা আখ রোপনে আগ্রহ হারিয়ে ফেলেছিল। মিলটি চালু থাকবে এ সংবাদে চলতি মৌসুমে চাষীদের মাঝে আখচাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

(এম/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test