E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্দরে খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

২০২১ সেপ্টেম্বর ০১ ১৯:০১:০৫
বন্দরে খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে বিরোধে মোতালেব (৫৫) নামে এক ইটভাটা মালিক খুন হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। সকালে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর বুধবার সকালে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তাদের মধ্যে ফজল করিম নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। নিহত মোতালেব মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে শাসনেরবাগ এলাকায় দীর্ঘদিন যাবৎ মোতালেবের সাথে প্রতিবেশী ইসমাইল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মোতালেব হোসেন বিরোধপূর্ণ জমিটি ইসমাইলের বোনকে রেজিস্ট্রি করে বিক্রি করে দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মোতালেব নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনানুযায়ী ইসমাইল হোসেনের নেতৃত্বে অস্ত্র-সস্ত্রে সুসজ্জিত হয়ে সন্ত্রাসী সজিব, নবী, রাজু, মামুন, শুভ, রানা, শাহজাহান, হারুন, রুবেল, তানজিল, নয়নসহ অজ্ঞাত হামলকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

পরে মুমুর্ষ অবস্থায় মোতালেবকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বন্দর থানা পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে ইসমাইলের চাচা ফজল করিমকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, জমি সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

(এমও/এএস/সেপ্টেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test