E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

২০২১ সেপ্টেম্বর ০৫ ১৪:৫৮:১১
নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্কে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর ও ২টি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।এতে বসত ঘরের আসবাবপত্র সম্পূর্ণপুড়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ নুরনবী।

রবিবার ভোর রাত ৩টার দিকে চরক্লার্কে ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডে মরহুম খোরশেদ আলমের ছেলে নুরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, দিনমজুর নুরনবী রাতে হঠাৎ দেখতে পান তাঁর বসত ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ধাও ধাও করে জ্বলছে বসত ঘর রান্নাঘর ও গরু ঘর। তাদের চিৎকারে আশেপাশের লোক ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘরের সকল আসবাব ও গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে ছাই হয়ে যায়।
চরক্লার্ক ইউনিয়নের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন তৎক্ষণাৎ সাহায্য নিয়ে তাদের পাশে এসে দাঁড়ান।

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো.সামসুদ্দিন সবুজ বলেন, "দিনমজুর নুরনবী আগুনে সহায় সম্বল হারিয়েছে। আমরা খবর পেয়ে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল,কাপড়সহ কিছু আসবাব নিয়ে তাঁর পাশে এসেছি।"

সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী চৌধুরী বলেন,ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে বসতঘর ও গোয়াল ঘরে থাকা দুইটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test