E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিতর্কিত যুবলীগ নেতা দিল নেওয়াজ খানকে বহিষ্কার করলো সৈয়দপুর আওয়ামী লীগ

২০২১ সেপ্টেম্বর ০৫ ২৩:১৬:১০
বিতর্কিত যুবলীগ নেতা দিল নেওয়াজ খানকে বহিষ্কার করলো সৈয়দপুর আওয়ামী লীগ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় অবাঙালী রাজাকার নঈম খানের ছেলে দিলনেওয়াজ খানকে সৈয়দপুর আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। রবিবার দুপুরে সৈয়দপুর আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দিলনেওয়াজ খানকে সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিস্কারের বিষয়টি সংবাদকর্মীদের কাছে নিশ্চিত করেন সৈয়দপুর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক।

এছাড়াও দিলনেওয়াজ খানকে ‘রাজাকার পুত্র’ আখ্যা দিয়ে চাঁদাবাজি ও সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, ধূর্ত এই রাজাকার পুত্র দীর্ঘদিন থেকে সৈয়দপুর আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবী বাগিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখল ও রেলওয়ের কোয়ার্টার বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছে। স্থানীয় ও কেন্দ্রীয় দু'একজন নেতার পদলেহন করে সৈয়দপুরে সে অপরাধমূলক কর্মকান্ডের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তিনি আরও বলেন, রাজাকার পুত্র দিলনাওয়াজ খানের সংগঠন বিরোধী কার্যকলাপের বিষয়ে গত ২৬ আগষ্ট' পৌর আওয়ামী লীগের সভায় বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সভার সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

পৌর আওয়ামী লীগের এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীনুল হক মহসীন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাজাহান সরকার বাবুল ও আওয়ামী লীগ নেতা সৈয়দপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন।

একের পর এক স্থানীয় যুদ্ধাপরাধী রাজাকার পুত্র দিল নেওয়াজ খানের মাদক ব্যবসা, চোরাচালান, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ছিনতাইসহ আরো অনেক অপকর্মের একাধিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে । এতে নড়ে চড়ে বসেন স্থানীয় আওয়ামীলীগ। মাননীয় প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট নির্দেশনা দলের মধ্যে রাজাকার সন্তান, যুদ্ধাপরাধী, জামাত-শিবির থাকতে পারবে না। এর ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে স্থানীয় পৌর ও উপজেলা আওয়ামীলীগ মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বরাবর রাজাকার ও কুখ্যাত যুদ্ধাপরাধীর সন্তান দিল নেওয়াজ খানের বিরুদ্ধে ১০ পৃষ্ঠার সকল প্রকার তথ্য প্রমাণসহ দল থেকে সকল পদ-পদবী বাতিল করে দল থেকে বহিস্কারের আবেদন করেন।

আবেদন পত্রে,২০১৫ সালে দিল নেওয়াজ খান মাড়োয়ারীর বাড়ি দখল, তার পূর্বে অস্ত্র দেখিয়ে আইয়ুব পাম্প থেকে ট্রাক ছিনতাই, প্রয়াত মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদলের বোনকে তারই বাড়িতে অপমান ও শারিরিকভাবে লাঞ্ছিত করা, সাবেক এক সেনা সদস্যের বাড়ি দখলের চেষ্টা অভিযোগ নং-৫১২, ১০/০৫/২০২১ইং, শহীদ ডাঃ জিকরুল হক রোডে রেলের কোয়ার্টার ভেঙ্গে প্রকাশ্য দিবালোকে রেলের জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ, মুন্সীপাড়ায় ৬৪৮ নং কোয়ার্টার অবৈধভাবে দখল করে মাদক ও জুয়ার আড্ডা, ২০২০ সালে সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবী, বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ী নাদিমের কাছে এক লক্ষ টাকা চাঁদা আদায়, ২০২১ সালে পৌর নির্বাচনে বিএনপি কাউন্সিলরদের নির্বাচনে জিতিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন এমন সব অভিযোগ আছে দিল নেওয়াজ খানের বিরুদ্ধে।

নেতৃবৃন্দ বলেন, যদি রাজাকার পুত্রকে দল থেকে চিরতরে বহিস্কার করা না হয় তাহলে তারা সৈয়দপুর আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচীর প্রণয়ন করবেন বলে তারা জানান।

(কে/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test