E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ৩৩৩-তে কল করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলো ৬০০ পরিবার

২০২১ সেপ্টেম্বর ০৬ ১৪:০৯:৩৭
মাদারীপুরে ৩৩৩-তে কল করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলো ৬০০ পরিবার

অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুরে ৩৩৩ নম্বরে কল করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলো ৬‘শ পরিবার। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আছমত আলী খান স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আবেদ আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘আমরা ৩৩৩ নম্বরে কল পেয়েছি প্রায় এক হাজার। এর মধ্যে একই পরিবার থেকে একাধিক কল এসেছে। এসব কল যাচাই-বাছাই করে ৬‘শত পরিবারের তালিকা তৈরি করে তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেছি। যারা এই খাদ্য সামগ্রী পেয়েছেন তারা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার। করোনায় এদের অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। লোক লজ্জার ভয়ে এরা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে আসেন না; অথচ এরা কষ্টে আছেন। আগামীতেও এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।’

(ওকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test